আমতলীতে পুলিশ পরিদর্শকের কক্ষে যুবকের ঝুলন্ত লাশ

প্রকাশিত : ২৬ মার্চ ২০২০

বরগুনার আমতলী থানার পরিদর্শক (তদন্ত)-র কক্ষ থেকে এক সন্দেহভাজন আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে ওই লাশ দেখতে পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশারকে জানান থানার ডিউটি কনস্টেবল আল মামুন। পরে বিষয়টি জানানো হয় বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেনকে। তিনি ছুটে আসেন ঘটনাস্থলে। তার পর পরই বরগুনা জেলার শীর্ষ পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী। জানা গেছে, গত বছরের ৫ নভেম্বর আমতলী উপজেলার গুশিয়াখালী ইউনিয়নের কলাগাছিয়ার গ্রামের একটি ধানক্ষেত থেকে ইব্রাহিম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পেশায় ছিলেন একজন গরু ব্যবসায়ী।

সেই হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত সোমবার রাত সাড়ে ১১টায় আটক করা হয় শানু হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে। আজ সকালে আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির অফিস কক্ষে মিলল তার ঝুলন্ত লাশ। সূত্র : ইনকিলাব

 

আপনার মতামত লিখুন :