যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় পণ্যসহ ১২ জনকে আটক

প্রকাশিত : ১০ জুলাই ২০২৩

যশোরের সদস্যরা ৯ ও ১০ জুলাই রাতে যশোর রেলস্টেশন এলাকার হরিজন পল্লীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ১২ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযানে উদ্ধার হয়েছে ভারতীয় ২৪২ পিস বডি স্প্রে, ২০১১ পিস ফেইস ওয়াস, ৯৪ পিস তেল, ১৬১৬ পিস শন পাপড়ী, ৫২০ পিস নেহা মেহেদী, ২৫২ পিস কোলগেট পেস্ট, ৬০৮০ পিস বিভি।
আটককৃতরা হচ্ছে পাবনা জেলার সাথিয়া থানার নাগ ডেমরা গ্রামের সরোয়ার হোসেন (৪৩), খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার আরবপুর, গোরাপাড়া গ্রামের শুভ দাস (২৫), খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা গ্রামের শুভ দাসের স্ত্রী টুম্পা দাস (২৩), যশোর শহরের ঘোপ নওয়াপাড়ার মোঃ সবুজ হাং এর স্ত্রী জোসনা খাতুন (৩২), বেনাপোলের ভবেরবেড় মধ্যপাড়ার শিল্পি বেগম (৪৮), যশোরের হরিজন কলোনীর মৃত রামকুমার দাসের স্ত্রী রীনা রানী দাস (৪৮), যশোর রেলবাজার সুইপার কলোনীর দিপু কুমার দাস (২৬), রেলগেট কলাবাগনপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী সালমা বেগম (৫০), রেল গেট পশ্চিমপাড়ার ফুলি বেগম (৪২), অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের হাশেম আলীর স্ত্রী লিলি বেগম (৪০), বেনাপোল ভবের বেড় গ্রামের আব্দুর নুর রিপনের স্ত্রী রুপালী খাতুন (৩২), একই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী কুলসুম খাতুন (২৩)।

আপনার মতামত লিখুন :