মৌলভীবাজার শহরজুড়ে আতঙ্ক: ৬ মোটরসাইকেল আটক

প্রকাশিত : ২৩ জুলাই ২০২৩

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার শহরজুড়ে আতঙ্কের ঘটনায় অবশেষে গত ২২ জুলাই ৬ মোটরসাইকেল আটক করেছে মডেল থানার পুলিশ। মৌলভীবাজার জেলা শহরের প্রধান সড়কের একাধিক স্পটে প্রতিনিয়তই একদল টিনেজের মোটরসাইকেল মহড়া ও অদ্ভুদ আচরণে দুশ্চিন্তায় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

এ নিয়ে জনমনে দেখা দেয় বিরূপ প্রতিক্রিয়া। বিষয়টি মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া-কে অবগত করা হলে তার নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার মডেল থানার পুলিশ গত ২২ জুলাই অভিযান পরিচালনা করে ৬ মোটর সাইকেল-কে আটক করতে সক্ষম হয়।  আটকের সত্যতা নিশ্চিত করেছেন, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ।

জানা গেছে- শহরে গুরুত্বপ‚র্ণ ও ব্যস্ততম প্রধান সড়কগুলোতে সাইলেন্সারের বিকট শব্দে উঠতি বয়সী একদল কিশোর গ্রæপ হেলমেট বিহীন মোটরসাইকেল মহড়া দিচ্ছে। ৪০-৫০টি মোটর সাইকেলে ২-৩ জন করে বসা থাকেন। নেই নাম্বার প্লেটও। হাসপাতালে চিকিৎসারত রোগী, বয়স্ক ও শিশুরা চরম বিরক্ত ও অস্বস্তি বোধ করছেন।

আপনার মতামত লিখুন :