ফতুল্লায় গার্মেন্টে অগ্নিকাণ্ডে আহত ২০জন হাসপাতালে

প্রকাশিত : ২৪ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকায় ফকির অ্যাপারেলসের ডাইং বিভাগের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস। এ সময় আগুনের ধোঁয়ায় ও পড়ে গিয়ে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালে আহতদের ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন। তাদের বেশিরভাগই আগুনের ধোঁয়ায় এবং সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন।

জানা যায়, ফকির অ্যাপারেলসে সোমবার সকাল সাড়ে ১০টায় ডাইং বিভাগে ব্রাশমেশিনে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় খবর পেয়ে বিসিকের ফায়ার সার্ভিসের সঙ্গে হাজিগঞ্জ ও কিল্লারপুর এলাকার আরও ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট যোগদান করে আগুন নিয়ন্ত্রণে আনে সকাল সাড়ে ১১টায়।

তখন কারখানা থেকে বের হওয়ার সময় ধোঁয়ায় ও পড়ে গিয়ে অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশকেই কারখানায় চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন :