ঝিনাইদহে করোনার প্রভাবে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত : ৭ এপ্রিল ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” শ্লোগানে ঝিনাইদহের  অসহায়, দরিদ্র, নিম্নআয়ের মানুষের মাঝে সিও সংস্থার ফের খাদ্য সামগ্রী বিতরণ করে অসহায়দের মাঝে সদা দানের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে ঝিনাইদহে নি¤œ আয়ের মানুষের মধ্যে যখনি ব্যাপক ভাবে খাদ্য সামগ্রী প্রয়োজন হয়ে পড়েছে ঠিক তখন থেকেই সিও অহসায়ের বন্ধু সিও সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় ৭ই এপ্রিল/২০২০ তারিখ মঙ্গলবার সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে ফের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় শারীরিক দুরত্ব বজায় রেখে ২৫০ জন হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। খাদ্যসামগ্রি বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী. সিও’ র নির্বাহী পরিচালক সামসুল আলমসহ সংস্থার অনান্য কর্মকর্তাবৃন্দ। সে সময় সিও সংস্থার নির্বাহী পরিচালক বলেন-করোনা ভাইরাস জনিত কারনে ঘরে থাকা নি¤œ আয়ের মানুষদের মাঝে অসহায়ের বন্ধু সিও সংস্থার পক্ষ থেকে সর্বদা খাদ্য বিতরন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, আসুন আমরা সবাই দেশের এই সংকটময় সময়ে আমাদের সকলেরই যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনাদূর্গত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আসুন আমরা অধিকতর সচেতন হই, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সকল শ্রেনীর মানুষকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহব্বান জানান তিনি। পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানিয়েছেন বলে জানিয়েছেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম।

 

আপনার মতামত লিখুন :