রাজনগরে ব্যক্তি উদ্যাগে ভ্রাম্যমান খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩২টি গ্রামে নিজ উদ্যাগে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন বিশিস্ট সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ রেজাউল করিম সুহেল।

উত্তর ঘরগাও, মেইন ঘরগাও, দত্তগ্রাম, নন্দিউড়া, মহাচর্য়্য, দাশপাড়া, ভুজবল, গয়ঘর, পাড়শিপাড়া, কর্ণিগ্রাম,ক্ষেমসহস্য, মুসুরিয়াসহ বিভিন্ন গ্রামে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে গাড়ীযোগে কর্মহীন অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। করোনা ভাইরাসের কারণে সারাদেশে আজ মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

এরই মাঝে সরকারসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান খাদ্য সামগ্রী বিতরণ করছেন। মোহাম্মদ রেজাউল করিম সুহেল জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সমস্যায় পড়েছে তারা। এমন অবস্থায় সরকার, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছে।

আমরা শুরু থেকেই অসহায় পরিবারের মধ্যে চাল,ডাল, আলু, তৈল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছি। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সমাজের বৃত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।

 

আপনার মতামত লিখুন :