নওগাঁয় আরও ১৫ জন করোনা ভাইরাস সনাক্ত। মোট আক্রান্ত ১৭জন

প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০

রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আরও ১৫ জন রোগী করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডাঃ আ. ম. আখতারুজ্জামান আলাল।

সনাক্তরা হলেন: সাপাহার উপজেলায় ৩ জন, রানীনগর উপজেলায় ৬ জন, মহাদেবপুর উপজেলায় ২জন, পোরশা উপজেলায় ১ জন, মান্দা উপজেলায় ২জন ও আত্রাই উপজেলায় ৩ জন। সনাক্তদের বাড়ী লকডাউন করা হয়েছে। নওগাঁর সিভিল সার্জন ডাঃ আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, সনাক্তরা বেশীর ভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লক্ষণ ছিল না। জেলায় এ পর্যন্ত নওগাঁ থেকে মোট ৭৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল।

তার মধ্যে ৫১৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তারমধ্য থেকে আজ ১৫ জন, এ পর্যন্ত ১৭ জনের করোনা ভাইরাসের ফলাফল পজেটিভ। বাঁকীরা নেগেটিভ। এখন পর্যন্ত হোম কোয়ারাইন্টাইনে আছে ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে আছে ৩৭ জন।

 

আপনার মতামত লিখুন :