ঝিনাইদহের হাট-বাজারগুলোতে কমছে না মানুষের উপস্থিতি, সামাজিক দুরত্ব না

প্রকাশিত : ৩ মে ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের হাট-বাজারগুলোতে কমছে না মানুষের উপস্থিতি। সংক্রমনের ঝুঁকি বাড়াচ্ছে সামাজিক দুরত্ব না মেনে চলাফেরা। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, চাকলাপাড়া, আরাপপুর,হামদহ, মডার্ণমোড় ও নতুন হাটখোলা, ‘ট’ বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে হাট বাজার গুলোতে মানুষ ভিড় করছে। সামাজিক দূরত্ব না মেনে চলছে কেনাবেঁচা।
স্বাভাবিক সময়ের মতো ঠেলাঠেলি করে বাজার করছেন অধিকাংশ ক্রেতা। ক্রেতাদের মুখে নিম্নমানের মাস্ক পরা থাকলেও বেশির ভাগ বিক্রেতারা ব্যবহার করছেন না মাস্ক কিংবা গ্লাবস। প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে টহল, প্রচারণা শিথিল করলেও বেশির ভাগ মানুষ তা অগ্রাহ্য করছে।

 

আপনার মতামত লিখুন :