ত্রাণ তহবিল থেকে গলাচিপায় শিশুদের খাবার বিতরণ

প্রকাশিত : ৪ মে ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের তরফ থেকে শিশুদের খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দিনভার উপজেলার চত্বর থেকে শিশুদের খাবার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পাঠানো হয়েছে বলে অফিস সূত্রে জানা যায়।

এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, উপজেলায় ৫শ ৮৮ জন শিশুদের জন্য শিশু খাদ্য তৈরি করা হয়েছে। ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে তালিকা করে পর্যায়ক্রমে শিশুদের মাঝে এই খাবার বিতরণ করা হবে। শিশু খাবার হিসেবে- দুধ, সুজি, চিনি, সাবু, ম্যাগি লুডুলস, কুলসন সেমাই ও এ্যানার্জি প্লাস বিস্কুট দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, গলাচিপা উপজেলায় শিশুদের খাবারের প্যাকেট তৈরি করে বিতরণ করা হচ্ছে। এসব খাবার ইউনিয়ন পর্যায়েও পাঠানো হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ বলেন, গলাচিপা উপজেলায় সকল ইউনিয়নে শিশু খাদ্য দ্রব্য বিতরণ করা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :