ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসকে রুখতে পারেনি শারীরিক অসুস্থতা, অসহায়দের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ

প্রকাশিত : ৫ মে ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: করোনা প্রাদুর্ভাবের পূর্ব থেকে ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, প্লাটিলেট জনিত সমস্যার কারনে। তারপরও হাসপাতালের বেডে শুয়ে ঝিনাইদহ মানুষের খোঁজখবর রেখেছেন ও পরিষদের কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন অথচ ঝিনাইদহের মানুষের কথা ভেবে সমস্ত বিধি-নিষেধ উপেক্ষা করে ছুটে এসেছেন ঝিনাইদহবাসির কাছে।

গত ৩রা,এপ্রিল থেকে আজ পর্যন্ত সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসের সাথে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে জেলা পরিষদের সকল মেম্বারদের মাধ্যমে ত্রাণ পৌঁছে দেওয়া হয় যথাক্রমে ঝিনাইদহ জেলার সকল পৌরসভার মেয়র, সকল উপজেলা চেয়ারম্যান বৃন্দ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দেরকাছে। এছাড়াও ত্রাণ বিতরণ করা হয় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বিভিন্ন সামাজিক সংগঠন, ও সাংবাদিকদের মাধ্যমে।

আপনার মতামত লিখুন :