মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা

প্রকাশিত : ৬ মে ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনুমুখ ইউনিয়েনের বাজরাকোনা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বাড়ীতে একাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘরের বেড়া, টিনের চাল, মূল্যবান কাগজপত্র, স্বর্ণলংকার, নগদ টাকা, সিএনজি, ঘরের আসবাবপত্র ভাংচুর, ও মহিলাদের শ্রীলতাহানি করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের একাধিক পৃথক হামলায় শাহাদাত আলী (৩২), শাহিন মিয়া (২৩) গুরুতর জখম হয়েছেন।

এ সংবাদ পরিবেশন পর্যন্ত তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যান্য আহতরা হলেন- জাকির মিয়া (৩০), রেহানা বেগম (৪৫), নাজির মিয়া (৬২), নুরজাহান বেগম (৪০), ছানা বেগম (৬০)। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে সফিক মিয়া (৭০) ও ছত্তার মিয়াসহ উভয় পরিবারের লোকজন আহত হয়েছেন। পৃথক পৃথক ঘঠনার বিবরণে জানা গেছে- গত ২৮ এপ্রিল দুপুরে একটি আম গাছের আপ পাড়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয় পরিবারের লোকজন আহত হন।

এ ঘঠনায় উভয় পরিবার থানায় মামলা ( বাদী- জাকির হোসেন, মামলা নং- ০৩/৯৩, তারিখ ঃ ০৩/০৫/২০২০ইং), এবং- বাদী রাজু আহমদ, মামলা নং- ০৪/৯৪, তারিখ ঃ ০৩/০৫/২০২০ইং) দায়ের করে। সর্বশেষ একই ঘঠনার জের হিসাবে গত ৪ মে বাদ মাগরিব গয়াছ মিয়ার হুকুমে লয়েছ মিয়া, রফিক মিয়া, রাজু মিয়া, মুহিবুর মিয়া, হাবিব আহমদ, সেনাজ মিয়া, দিনাজ মিয়া, রোকন মিয়া, সেলিম মিয়া, মালিক মিয়া, বাবুল মিয়া ও সামছু মিয়াগংরা প্রতিপক্ষের লোকজনদের উপর হামলা চালায়। এ ঘঠনায় মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন গত ৫ মে ঘঠনাস্থল পরিদর্শন করেছেন এবং থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

আপনার মতামত লিখুন :