করোনায় আক্রান্ত হলো শরীয়তপুরের  জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাম

প্রকাশিত : ৭ মে ২০২০

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি:  শরীয়তপুরের জজিরা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমামের কোভিড-১৯ ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্ত ব্যাক্তি সম্প্রতি চাঁদপুরে তার শশুরের জানাজায় অংশগ্রহণ করেছিল বলে জানা যায়। যার পরিপ্রেক্ষিতে তার নমুনা সংগ্রহ করা হয়। প্রাপ্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার  (৭ মে) দুপুর ২ টা ৩০ মিনিটে জরুরী প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ।

জেলা করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. মোঃ আবদুর রশিদ জানান,  এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৯৮৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৮২২ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগির সংখ্যা ৪৮ জন।

তিনি আরো বলেন, আইডিসিআর এর ওয়েবসাইটে প্রকাশিত জেলাভিত্তিক তথ্যের সাথে আমাদের তথ্যের গড়মিল থাকতে পারে। আমরা শুধু বর্তমানে শরীয়তপুর জেলায় বসবাসরত জনগণের এবং আমাদের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত তথ্যসমূহ সংরক্ষণ ও প্রকাশ করছি।

 

 

 

 

 

 

 

আপনার মতামত লিখুন :