ত্রি-মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ পুরস্কার পেলেন বেনাপোল পোর্ট থানার দুই অফিসার

প্রকাশিত : ২৮ জুলাই ২০২০

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোর জেলা জিলা স্কুল অডিটোরিয়ামে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ত্রি-মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত কল্যাণ সভায় শ্রেষ্ঠ এসআই পুরস্কার পেলেন বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন ও শ্রেষ্ঠ এএসআই পুরস্কার পেলেন এএসআই আলমগীর হোসেন। যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন পিপিএম শ্রেষ্ঠ বেনাপোল পোর্ট থানার দুই পুলিশ অফিসার এর হাতে পুরস্কার ক্রেস্ট তুলে দেন।

যশোর জেলার পুলিশ সুপার আশরাফ হোসেন পিপিএম জানান,আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটন সহ বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কর্মদক্ষতা যাচাই করে মাসিক কল্যাণ সভায় বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন ও এএসআই আলমগীর হোসেন শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয় এবং অফিসারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে৷

ত্রি-মাসিক কল্যান সভায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ), যশোর, জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম, অতিঃ পুলিশ সুপার, (জেলা বিশেষ শাখা), যশোর, মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর, মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর, সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল, যশোর, সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের উদ্ধর্তন অফিসার ও ফোর্সগণ।

আপনার মতামত লিখুন :