রাঙ্গাবালীতে চলমান স্পিডবোটে আগুন আহত ৫

প্রকাশিত : ৩ জুন ২০২০

মেহেদি হাসান,রাঙ্গাবালী (পটয়াখালী) প্রতিনিধিঃ চরমোন্তাজ টু গহিনখলী লাইনে বুধবার সাকাল ১০ টার সময় ১২ জন যাত্রী সহ আসার সময় পেট্রোল বিষ্ফোরন ঘটে আগুন লাগে,উক্ত বোটে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ইউপি সচিব ও ছিলেন।

স্পিডবোটটি চরমোন্তাজ থেকে গহিনখালী আসার সময় চলমান অবস্থায় বুড়াগৌরাঙ্গো নদীর মাঝখানে পেট্রোল বিস্ফোরণ গটে এতে আগুন লেগে যায়। পিছনে থাকা চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের সচিব মোঃ রফিকুল ইসলাম সহ ৫ জন গুরুতর আহত হয়।তাদেরকে স্থানীয় ট্রলারে করে উদ্ধার করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্পিডবাটে থাকা যাত্রীরা বলেন, চালক মাঝপথে বোট বন্ধ করে ভাড়ার টাকা উঠানোর জন্য সামনে আসার সময় তার পায়ের সাথে ধাক্কা লেগে কিছু পেট্রোল স্পিড বোটে পড়ে যায় কিন্তু বিষয়টি ভোট চালক আমল না করে স্পীদ বোট স্টার্ট করার সময় এ বিস্ফোরণ ঘটে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ হাকিম মিয়া বলেন স্পিডবোট চালকে অসচেতনতার কারণে আজকের দূর্ঘটনার শিকার হতে হয়েছে।

 

 

আপনার মতামত লিখুন :