কক্সবাজারে সাড়ে ৪ কোটি টাকার বার্মিজ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত : ১৫ জুন ২০২০

ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রেজুআমতলী বিওপি’র সদস্যরা জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরে বিজিবির একটি টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র তুলাতলী জলিলের গোদা নামক স্থানে ফাঁদ পেতে থাকে। সোমবার ভোরে তুলাতলী থেকে কুতুপালংগামী একটি ইজিবাইক আসতে দেখে থামার জন্য সংকেত দিলে পাচারকারীরা একটি বস্তাসহ দৌড়ে পালানোর সময় টহল দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন, জোবায়ের (২১), শেখ আনোয়ার (২০), ও বাপ্পি (২০)। তাদের কাছ থেকে বস্তাভর্তি মরিচের মধ্যে ১৫ কাট (প্রতি কাটে ১০ হাজার পীস হিসেবে) বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। আটককৃত ইয়াবাসহ আসামিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ৪৫ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ১শ’ টাকা মূল্যের ১৫ লাখ ৯ হাজার ১১৭ পিস বার্মিজ ইয়াবাসহ ২৮৭ জনকে আটক করেছে।

 

আপনার মতামত লিখুন :