হবিগঞ্জে বিজিবির কাছে আত্বসমর্পন করেছে চোরবাহিনীর সদস্য দল

প্রকাশিত : ২৮ জুলাই ২০২০

ফরিদ আহমদ শিকদার (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)।।  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউপির বাল্লা সীমান্ত ঘেঁষে পার্শ্ববর্তী ভারতের কয়েকটি এলাকা রয়েছে। তার মধ্যে বাল্লা, আসামপাড়া, দুধ পাতিল, চেগা নগর, ফাঁটাবিল, গোবরখলা, গাজীপুরসহ কয়েকটি এলাকার অধিকাংশ পুরুষ মহিলা ভারত থেকে নেমে আসা বিভিন্ন ধরনের মাদক দ্রব্যদি ও অবৈধ পন্য চোরাই পথে কেনা বেঁচা করে আসছে দীর্ঘ দিন যাবত।

এ দিকে মাধবপুর উপজেলার কয়েকটি এলাকার অনেকই এই সব কাজে জড়িত।সম্প্রতি তাদেরকে এসব অপরাধ কাজ থেকে ফেরাতে আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশ বিজিবি। ২৭ জুলাই চোরাকারবারী ৭৫ জন সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। হবিগঞ্জ বিজিবির সদর দপ্তরের অধিনায়ক লে.কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী কাছে আত্মসমর্পণ করেছে এবং সব ধরনের অপরাধ থেকে দূরে থাকার অঙ্গীকার করেছে চোরবাহিনীর সদস্যরা।

 

আপনার মতামত লিখুন :