মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত কচুয়া গড়তে চাই: নবাগত ওসি মো.মনিরুল ইসলাম

প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে কচুয়া থানায় নবাগত যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেছেন, আমরা সম্মিলিতভাবে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত কচুয়া গড়তে চাই …সাধারণ মানুষের সেবাদান ও ভাল ব্যবহার ,মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করাই হবে মূল লক্ষ্যে। মাননীয় প্রধানমন্ত্রী’র ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।২০২০ সালের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী এবং ২০২১ সালের ২৬ মার্চ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি।

যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম, নানা প্রতিবন্ধকতার কারণে আজও আমরা সেই লক্ষ্যে পরিপূর্ণভাবে পৌঁছতে পারিনি। এখনো আমাদের জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। “মুজিব বর্ষে অঙ্গিকার পুলিশ হবে জনতার” এসব অঙ্গিকার বাস্তবায়ন করার জন্যই কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। সে ক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা আশা করেছেন।

বাগেরহাটে কচুয়া উপজেলার বাধাল বাজারে জিদান যুব কল্যান সংস্থার সভাপতি ও সাবেক ইউপি সদস্য শেখ রফিকুর ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কচুয়া থানা অফিসার ইনচার্জ(ওসি)মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গোলাম শোকরানা বালী আজাদ, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস,বীর মুক্তিযোদ্ধা শেখ শুকুর আলী, ওসি তদন্ত সরদার ইকবার হোসেন, বাধাল ইউনিয়নের যুবলীগের সভাপতি মোল্লা মাহফুজুর রহমা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ সাইফুল ইসলাম কবির -প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাতীয় মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি , সভাপতি বাংলাদেশ অনলাইন রিপোর্টার্স ক্লাব (ইঙজঈ)’র পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি, মো. শাহজাহান খান -যুগ্ম মহাসচিব, জাফর মোল্লা,আমল মৃধা, আরতী রানী মিস্ত্রী, রুহুল মোল্লা,টুকু শেখ, বাসার শেখ, নাহিদ শেখ,বাদল শেখ, মেহেদি মোল্লা, সুজন শেখ, প্রমুখ।

আপনার মতামত লিখুন :