কলারোয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০

মোঃ ইমরান সরদার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর হাতে খাতা,কলম,স্কুল ব্যাগ ইত্যাদি তুলে দেন সুযোগ্য উপজেলা চেয়ার আমিনুল ইসলাম লাল্টু।

রবিবা(২৭শে সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র-ছাত্রীদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, অসহায় প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফুটাতে সরকারের দেওয়া শিক্ষা সামগ্রী তুলে দিতে পেরে আমি নিজেও খুশি। প্রতিবন্ধী শিশুরাও মানুষ, সমানভাবে সকল শিশুর মত এরাও এগিয়ে চলতে সক্ষম হবে, যদি আমরা বিত্তবান সকল মানুষ সরকারের পাশাপাশি নিজেদের স্থান থেকে প্রতিবন্দী শিশুদের পাশে দাঁড়ায়। আমাদের প্রত্যেকের সামান্য উদ্যোগই পারে অসহায় প্রতিবন্দী শিশুদের মুখে হাসি ফুটাতে। চলুন সবাই এগিয়ে যাই। শিক্ষার প্রসার ঘটুক, মনুষত্বের বিকাশ হোক, এবং শিক্ষাই হোক উন্নয়নের হাতিয়ার।প্রতিবন্ধীরা বোঝা নয় তারাও দেশের সম্পদ তাদেরকে সুযোগ করে দিতে হবে এগিয়ে নিতে।

কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন,কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার মৌসুমি জেরীন কান্তা, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা মনোয়ারা বেগম, প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সিনিয়র শিক্ষিকা মমতাজ খাতুন সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী।

আপনার মতামত লিখুন :