গলাচিপায় প্রকল্পের আওতায় কমিউনিটি সচেতনতামূলক সভা

প্রকাশিত : ২৩ আগস্ট ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ এর সহযোগীতায় Sustainable Initiative to Protect Women and Girls From GBV (STOP GBV) প্রকল্পের আওতায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ আগস্ট) বিকাল ৩ টায় চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অবনী রায়, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিবেক দেবনাথ, সাবেক ইউপি সদস্য দেবাল সমাদ্দার, ইউনিয়ন সচিব মো. মজিবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে নারী ও পুরুষের বৈষম্য নিরসন এবং নারীদের সুরক্ষার কথা বিবেচনায় সকলকে সচেতন থাকার অনুরোধ করা হয়।

আপনার মতামত লিখুন :