সেই উদ্ধারকর্মীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। সেই উদ্ধারকর্মীদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার সমবায় সমিতির পক্ষ থেকে তাদের হাতে লাইফ জ্যাকেট তুলে দেয়া হয়। এসময় লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনসার উদ্দিন মোল্লাসহ মৎস্য ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।গত ১২ সেপ্টেম্বর সাগরে মাছ ধরতে গিয়ে কুয়াকাটা সংলগ্ন প্রায় এককিলোমিটার গভীরে ঢেউয়ের তান্ডবে ১৫ জেলেসহ একটি ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিক সী বিচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মো. লিটন খান, ট্যুরিজম ব্যবসায়ি কে এম বাচ্চু দু’টি ওয়াটার বাইক নিয়ে ডুবে যাওয়া ট্রলারের কাছে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করে অপর একটি মাছধরা ট্রলারে উঠিয়ে দেয়।

লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা বলেন, ৬ জন ট্যুরগাইড যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে ১৫ জেলেকে উদ্ধার করেছে এটা আসলেই প্রসংশার যোগ্য। তাদেরকে আরো শক্তিশালী টিম হিসাবে তৈরি করতে অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করবো বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :