মেরিনড্রাইভে ট্যুরিস্ট জিপ উল্টে খাদে, আহত ৭

প্রকাশিত : ২২ অক্টোবর ২০২১

কক্সবাজার থেকে টেকনাফগামী ট্যুরিস্ট জীপ মেরিনড্রাইভে মোটরসাইলের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে। এতে ৭/৮ জন পর্যটকের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিক কারো পরিচয় জানা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে টেকনাফের বাহারছড়া চকিদার পাড়া মেরিনড্রাইভ বড় ব্রীজে এ ঘটনা ঘটে।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ টিটিএনকে জানান, বৃহস্পতিবার একটি পর্যটকবাহী ট্যুরিস্ট জীপ কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। এসময় চকিদারপাড়া এলাকায় স্থানীয় এক ব্যক্তির মোটরসাইলে সংঘর্ষ হয়ে মেরিনড্রাইভ থেকে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। গুরুতর আহত পর্যটক ও মোটরসাইকেল আরোহীকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা টিটিএনকে জানান বলেন, ‘চকিদারপাড়া এলাকার জাফর আলমের ছেলে মো. আবদুল্লাহ তার মোটরসাইকেল নিয়ে বাইরোড দিয়ে মেরিনড্রাইভে উঠছিল। টেকনাফগামী একটি পর্যটকবাহী ট্যুরিস্ট জীপ বাইরোডের মাথায় পৌঁছালে জীপে চলন্ত মোটরসাইলের জোরে ধাক্কা লাগে এসময় জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এতে ৭/৮ জন গুরুতর আহত হয়।

আপনার মতামত লিখুন :