সাপাহারে আ’লীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৮ নভেম্বর ২০২১

হাফিজুল হক সাপাহার নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর সাপাহারে আওয়ামীলীগের উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি।

খাদ্যমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকার হয়ে কাজ করতে হবে। নৌকার কোনো বিকল্প নেই। যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন, তাহলে আপনারা দলীয় নেতাকর্মীরা দলীয় অবস্থান থেকে তাকে উচিত শিক্ষা দেবেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘নৌকা প্রতীক দেওয়ার ক্ষমতা আমার নেই। একমাত্র বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই তা দিতে পারেন। আমরা একমাত্র শেখ হাসিনার নেতৃত্বকে বিশ্বাস করি। তার আদর্শ লালন করি। তাই দলীয় শৃঙ্খলা যাতে নষ্ট না হয়, সবাইকে সেদিকে দৃষ্টি দিতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী’র সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল আমিন,আব্দুল হামিদ, আবুল কাশেম,  সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সহ-সভাপতি আকবর আলী, আব্দুল মান্নান, যুগ্মসাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক গোপাল মন্ডল ও সকল অঙ্গ সংগঠন এর সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, কর্মী,সমর্থক গন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :