নওগাঁর আত্রাইয়ে বহলা কালী মন্দির ছাদ ঢালাই উদ্বোধন

প্রকাশিত : ৮ নভেম্বর ২০২১

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে সার্বজনীন কালী মন্দিরের ছাদ ঢালাই এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।

উদ্বোধনকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান বলেন, বহলা সার্বজনীন কালী মন্দির কমিটি ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এর সার্বিক সহযোগিতায় ও গ্রামের হিন্দু সনাতন ধর্মালম্বীদের আর্থিক সহযোগিতায় প্রায় আট লক্ষাধীক টাকা ব্যয় বরাদ্দে ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হতে চলেছে।

এ সময় মন্দিরের উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি মোঃ গহের আলী, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কাশেম, মহিলা নেত্রী সামছুন্নাহার রনি, আত্রাই উপজেলা হিন্দু বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ সাহা রনি, মন্দির কমিটির ভার প্রাপ্ত সভাপতি অমিত চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বাবুন তরফদার,রাজমিস্ত্রী প্রধান মোস্তফা মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :