রাঙ্গাবালীতে অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতারন

প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে রবিবার দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্হার বাস্তবায়নে লাইভলিহুড কম্পোনেন্ট এর আওতায় ২৫ জন অতিদরিদ্র পরিবারের মাঝে ৩০ দিনব্যাপি সেলাই প্রশিক্ষণ এর মাধ্যমে হাতে কলমে সেলাই কাজ প্রশিক্ষণ শেষে তাদেরকে উপকরন হিসেবে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার।

আয়োজন করা হয় এবং সেই সাথে সেলাই কাজ এর মাধ্যমে যাতে করে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে সেসকল পরামর্শ প্রদান করা হয়। এসময় সেলাই মেশিন বিতরণী ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মোশাররফ মাতব্বর, শিক্ষক মোঃ মনিরুজ্জামান, ব্যবসায়ী মোঃ আল মামুন প্রমুখ।

সংস্থার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সহকারী পরিচালক, মোঃ আমজাদ হোসেন এরিয়া ইনচার্জ এবং সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মনির হোসাইন প্রসপারিটি প্রকল্প ইউনিট, চরমোন্তাজ।

আপনার মতামত লিখুন :