বিদ্যার দেবী সরস্বতী রাত পোহালেই সরস্বতী পূজা

প্রকাশিত : ৫ ফেব্রুয়ারি ২০২২

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। শরৎকালে মা আসেন সপরিবারে। সেই থেকে বাঙালির উৎসবের শুরু। তারপর একে একে আসেন আর এবার পালা দেবী সরস্বতীর। রাত পোহালেই শনিবার বসন্ত পঞ্চমী আর সরস্বতী পূজা। বাঙালির নিজস্ব ভালবাসার দিন।

সরস্বতী পূজার ক্ষেত্রে দুর্গাপূজার সেই বিশাল জাঁকজমক হয়তো থাকে না, তবে আরাধনা একেবারে আড়ম্বরহীনতায় মন সায়ও দেয় না। বাংলার প্রায় প্রতিটি ঘরেই আবালবৃদ্ধবনিতা সরস্বতী পূজার আনন্দে মেতে উঠবেন। তার আগে ঘরবাড়িও মনের মতো করে সাজানো চাই।

শৈশবে সরস্বতী পূজার কথা বলতেই অনেকের চোখের সামনে ভেসে উঠবে স্কুলে আলপনা দেওয়ার স্মৃতি। বই, বাদ্যযন্ত্রগুলি গোছানো থাকলেও শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আরও এক বার চোখ বুলিয়ে নিন। ঠাকুরের পায়ে বই-খাতা বা বাদ্যযন্ত্রগুলি অর্পণ করার পরে সযতেœ সেগুলি তুলে রাখুন।

 

আপনার মতামত লিখুন :