সাভারে পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৫

প্রকাশিত : ১১ আগস্ট ২০২২

সাভারের আমিন বাজারে পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পিকআপটি। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানা পুলিশ। এর আগে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা ইসলামাবাদ এলাকার মৃত শুকুর এর ছেলে সোহেল (২৮), পটুয়াখালীর বাইফল থানার কাশীপুর এলাকার আনোয়ারের ছেলে বাবুল (২০), চাঁদপুরের হাইমচড়ের দক্ষিন আলগি এলাকার সুলতানের ছেলে আলামীন হৃদয় (২৭), শরীয়তপুর ভেদরগঞ্জ থানাধীন মহিষাকান্দী এলাকার এরশাদ ফকিরের ছেলে রাসেল (২৮) এবং ফরিদপুরের সদরপুর থানার বাবুরচড় এলাকার জমির হোসেনের ছেলে রিফাত (১৬)। গ্রেপ্তারকৃত সবাই বর্তমানে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বসবাস করে।

পুলিশ জানায়, গত ৬ই আগষ্ট সাভারের গেন্ডা কাঁচাবাজারে পন্য নামিয়ে ঢাকা যাবার পথে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রীজ এলাকায় পৌছালে অজ্ঞাত ব্যাক্তির ইশারায় পিক আপ থামায় চালক সজীব (২৫)। এসময় অজ্ঞাত আরও ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে চালককে ভয়ভীতি দেখিয়ে গাড়ির নিয়ন্ত্রন নিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা চালকের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চালককে ফেলে দিয়ে পিকআপটি ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন ৭ই আগষ্ট গাড়িটির মালিক মোতালেব পাটোয়ারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

সাভার মডেল থানা পুলিশের উপ পরিদর্শক হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামীদের দেয়া তথ্যে পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :