২০২২ সালের শেষ সূর্যটাকে বিদায় জানাতে, হাজারো পর্যটকের উপস্থিতি কুয়াকাটা

প্রকাশিত : ১ জানুয়ারি ২০২৩

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ২০২২ সালের শেষ সূর্যটাকে বিদায় জানাতে, হাজারো পর্যটকের উপস্থিতি রয়েছে সৈকতে। নতুন বছরকে বরণ করে নিতে হোটেল মোটেল গুলোতে রয়েছে নানা আয়োজন।

তবে নতুন বছর উপলক্ষে কুয়াকাটায় বড় আকারে উন্মুক্ত মঞ্চের কোন অনুষ্ঠানের আয়োজন না থাকলেও। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর আয়োজনে থাকছে নানা প্রোগ্রাম। অর্থাৎ ২০২২সাল কে বিদায় জানিয়ে, রাত ১২:১ মিনিটে ২০২৩সালকে বরণ করে নিতে পর্যটক সহ স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা প্রস্তুত রয়েছে। নতুন বছর উপলক্ষে প্রথম ও দ্বিতীয় শারির আবাসিক হোটেল গুলো ৭০% বুকিং রয়েছে এবং তৃতীয় শাড়ি হোটেল গুলো রয়েছে ২০% বুকিং।

ঢাকার পর্যটক ফেরদৌস বলেন, খুব ইচ্ছা ছিল বছরে শেষ দিনটি স্মৃতির পাতায় রাখতে। কুয়াকাটার সূর্যের সাথে ছবি তুলে রাখবো, অবশেষে ইচ্ছাটা পূর্ণ হল। খুলনা থেকে তাকবীর রহমান জানালেন, জীবনসঙ্গীকে নিয়ে নতুন বছরের আনন্দটা একসাথে কুয়াকাটায় বসে উপভোগ করবো তাই চলে আসলাম।

হোটেল সাউথ বীচ রিসোর্ট এর ম্যানেজার মোঃ তারেক হাসান বল্লেন, নতুন বছর উপলক্ষে আমরা ভালো সাড়া পাচ্ছি পর্যটকের। আশা করছি সব বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে ২০২৩ সালে পর্যটকের উপস্থিতিতে। একই সময় তৃতীয় শারির আবাসিক হোটেল খলিফা প্যালেসের পরিচালক ইসমাইল জানান, বর্তমানে কিছু পর্যটক আমার হোটেলে রয়েছে, বর্তমানে পর্যটকের যেমন উপস্থিতি দেখলাম রাতের মধ্যে সম্পূর্ণ হোটেল বুকিং হয়ে যাবে।

স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা শুভ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক, রুবেল বেপারী জানান, প্রতিবছরের তুলনায় এবারও আমরা নতুন বছর বরণ করে নিতে মোমবাতি দিয়ে আলোকসজ্জার আয়োজন করেছি। পুরনো বছরের কষ্টের কথাগুলো ভুলে গিয়ে। নতুন বছরে নতুন করে শুরু করতে চায় মানুষের জীবন। এই শ্লোগানকে নিয়েই আমাদের আয়োজন ।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, অসংখ্য পর্যটক টোয়াক অফিসে কুয়াকাটা সম্পর্কে জানতে ও সহযোগিতা নিতে যোগাযোগ করছেন, অধিকাংশ পর্যটক নতুন যারা এই প্রথম কুয়াকাটায় ভ্রমণে আসছেন, আমার ধারণা এবার নতুন বছরে প্রচুর পরিমাণ পর্যটকের আগমন ঘটবে সমুদ্র কন্যায়, পর্যটকদের সেবায় প্রস্তুত থাকবেন টোয়াক পরিবার।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো: আব্দুল খালেক, বলেন,পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতসহ দর্শনীয় স্থানে ট্যুরিস্ট পুলিশ সদস্যদের টহল অব্যাহত রয়েছে। মোবাইল টিম ও রেসকিউ টিমও কাজ করবে। নতুন বছরকে নতুন রূপ দেওয়ার লক্ষ্যে, কুয়াকাটা টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক পর্যটকদের সেবায় নিয়োজিত থাকবে।

আপনার মতামত লিখুন :