কুয়াকাটায় প্রথমবারের মতো শুরু হয়েছে সুপন্য শুঁটকির মেলা

প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। প্রথমবারের মতো পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শুরু হয়েছে শুঁটকির সুপণ্য মেলা। শুক্রবার দুপুুরে ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন। নিরাপদ বিষমুক্ত শুঁটকি ভোক্তার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাতিত্ব করেন সংগ্রাম’র সিনিয়র পরিচালক মো.ইউসুফ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, স্থানীয় প্রসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সাংবাদিক আনোয়ার হোসেন আনু, ট্যুর অপারেটর এসোসিয়েশন সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা শুঁটকি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.সোহেল মাহমুদ প্রমুখ। এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, শুঁটকি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিষমুক্ত শুঁটকি আগত পর্যটকদের ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য দুইদিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :