রাঙ্গাবালীতে জাটকা জব্দ ও এতিমখানায় বিতরণ

প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৩

মোঃ ফিরোজ ফরাজী , রাঙ্গাবালী, পটুয়াখালী ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ ও ট্রলার থেকে ১০ মণ (৪০০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে। শনিবার সকালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব জাটকা উদ্ধার করা হয়।

কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জাটকা রক্ষায় চলা অভিযানের অংশ হিসেবে উপজেলার কোড়ালিয়া লঞ্চঘাট সংলগ্ন আগুনমুখা নদীতে অভিযান চালানো হয়।

এ সময় মৌডুবির নিজকাটা থেকে চালিতাবুনিয়া হয়ে গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী একতলা লঞ্চ ও একটি ট্রলার তল্লাশি চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে এতিমখানার প্রতিনিধি ও দুস্থ-অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত আট মাস জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা নিষিদ্ধ ।

আপনার মতামত লিখুন :