গলাচিপায় গাছের সাথে শত্রুতা, থানায় অভিযোগ

প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া ও চারা গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের ভুক্তভোগী ইদ্রিস খানের স্ত্রী মোসা. তাসলিমা বেগম (৪৫) বাদী হয়ে ওই রাতেই গলাচিপা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই বাড়ির শহিদুল খান (৪৫), সমর্থ ভানু (৪০), ফাতেমা বেগম (৪০) ও মাইনুদ্দিন খানের (৫২) বিরুদ্ধে।

অভিযোগপত্র ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামে বিবাদী শহিদুল খান গংয়ের সাথে দীর্ঘ দিন যাবত বাদী তাসলিমা বেগমের স্বামী ইদ্রিস খানের পৈত্রিক জমি জমার ভাগ বন্টন নিয়ে বিরোধ চলে আসছিল। তাসলিমার স্বামী ইদ্রিস তার মেয়ের বাড়ি রাঙ্গাবালী ইউনিয়নে বেড়াতে যায়। এই সুযোগে শনিবার (১১ নভেম্বর) বিকাল ৫টার দিকে বিবাদীরা বাদীর স্বামী ইদ্রিসের বাড়ির পাশে নদীর পাড়ে পৈত্রিক ভোগ দখলীয় জমির কয়েকটি চাম্বুল, মেহগনি, রেইন্ট্রি গাছ কেটে নেয়।

এ ছাড়াও কলা গাছসহ বিভিন্ন প্রজাতির ২৫টি গাছের চারা কেটে ও উপড়ে নদীতে ফেলে দেয়। এ সময় বাদী তাছলিমা বাধা দিতে গেলে তাকে বিবাদীরা ধারালো দা, ছেনা দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। বাদীর ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাছলিমাকে বিবাদীদের হাত থেকে রক্ষা করে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অনুসন্ধানপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার মতামত লিখুন :