অবৈধ ড্রেজার উচ্ছেদ করায় ভেদরগঞ্জের প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা

প্রকাশিত : ১ এপ্রিল ২০২০

মোঃ ওমর ফারুক, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর পদ্মা নদীর পড় থেকে সেই অবৈধ ড্রেজারটি উচ্ছেদ করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা সহাকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সখিপুর থানা পুলিশের সহায়তায় ড্রেজারটি উচ্ছেদ করেন। অভিযানে উত্ততর তারাবুনিয়া ইউপি সচিব শিপন মেহেদী সহ অন্যান্যরা সহযোগীতা করে। অবৈধভাবে গভীর রাতে পরিচালিত ড্রেজারটির কারনে আতঙ্কিত ছিলো চরাঞ্চলের ভাঙ্গকবলিতরা আর বিকট শব্দে ঘুম হারাম হয়েছিল আশেপাশের বাসিন্দাদের।

এছাড়া একই সময় নদীর উত্তর পাশ থেকে আর দুটি ড্রেজার উচ্ছেদ করা হয়। ফলে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় ভুক্তভোগীরা। জানাগেছে, অবৈধ ড্রেজারের বিষয়ে অবগত হওয়ার পর ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ ড্রেজারটি উচ্ছেদের জন্য ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন। এছাড়া এর আগেও তিনি থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এ ড্রেজার উচ্ছেদে পদক্ষেপ নিয়েছিলেন।

আপনার মতামত লিখুন :