গাইবান্ধার সাওতাল পল্লীতে ইপিজেড নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত : ২৩ আগস্ট ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে ইপিজেড নির্মাণ কার্যক্রম বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাঁওতাল জনগোষ্ঠী। সোমবার (২৩ আগস্ট) বিকাল ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের কাটামোড় এলাকায় অবরোধ করেন সাঁওতালরা। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

অবরোধের সময় সাঁওতাল নেতারা জানান, গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় সাঁওতালদের পৈতৃক জমিতে ইপিজেড নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছে বেপজা। তাদের জমিতে কোনও ইপিজেড নির্মাণ করতে দেওয়া হবে না। ইপিজেড নির্মাণের প্রতিবাদে সব সাঁওতাল নারী-পুরুষ প্রতিবাদ জানানোসহ আন্দোলনে নেমেছেন। আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। সিদ্ধান্ত বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার কথাও জানান সাঁওতাল নেতারা। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মতামত লিখুন :